লগ ইন
 

Logo

Logo

PSTC সম্পর্কে

পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) একটি বেসরকারি অলাভজনক উন্নয়ন সংস্থা। সংস্থাটি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও প্রকল্প গ্রহণ করার মাধ্যমে দেশের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনের ল¶্যে কাজ করে যাচ্ছে। ১৯৭৮ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

পিএসটিসি’র পরিক্রমা

পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং এ ল¶্যে বিভিন্ন প¶ের মধ্যে স¶মতা তৈরির ল¶্যে ১৯৭৮ সালে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার-এফপিএসটিসি একটি সরকারি উদ্যোগ হিসেবে কার্যক্রম শুরু করে। শুরু থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ঐ নামে সংগঠনটি সারাদেশে প্রায় ৮২ টি বেসরকারি সংগঠন গড়ে তোলে এবং পরিবার পরিকল্পনা ও প্রশি¶ণ কার্যক্রম পরিচালনার জন্য এ সকল সংগঠনকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে। পরবর্তীতে ১৯৯৬ সাল থেকে পিএসটিসি নামে একটি বেসরকারি সংগঠন হিসেবে নতুন করে কার্যক্রম শুরু করে। পিএসটিসি শুরু থেকে ¯^াস্থ্যসেবা ব্যবস্থাপনার উন্নয়ন, ¯^াস্থ্যপরিষেবা কার্যক্রম সম্প্রসারণ, জনগণের মধ্যে ¯^াস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং ¯^াস্থ্য অধিকার প্রতিষ্ঠা প্রভৃতি ল¶্য অর্জনে কার্যক্রম পরিচালনা করে আসছে। পিএসটিসি কার্যক্রম বাস্তবায়নে কোথাও এককভাবে আবার কোথাও স্থানীয় সংগঠনের মাধ্যমে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।

রূপকল্প (ঠরংরড়হ)
বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন।

ব্রত (গরংংরড়হ)
বাংলাদেশের জনগণের বিশেষ করে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ¯^াস্থ্য, সামাজিক নিরাপত্তা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং দরিদ্র ও সামাজিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ¯^য়ম্ভরতার লক্ষ্য অর্জন।

মূল্যবোধ (ঠধষঁবং)
সংগঠনের ব্রত ও অভীষ্ট জনগোষ্ঠীসহ সমগ্র তৃণমূল পর্যায়ের জনগণের প্রতি একটি আদর্শিক অঙ্গীকারের আলোকে পিএসটিসির মূল্যবোধ গড়ে উঠেছে। এই মূল্যবোধ নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে সততা, সৌহার্দ্য ও দলগত চেতনার সংস্কৃতি বহন করে।

পিএসটিসি’র কর্মসূচি ও প্রকল্প কার্যক্রম
পিএসটিসি বর্তমানে মোট পাঁচটি কর্মসূচির আওতায় ২০টি প্রকল্প বাস্তবায়ন করছে দেশের ৭টি বিভাগে (ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর)। দেশের ১৮টি জেলায় ১০৮টি অফিস এবং ৫৪টি ক্লিনিকে এ সকল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

পিএসটিসি’র কর্মসূচীসমূহ
১. পপুলেশন হেল্থ এন্ড নিউট্রিশন (পিএইচএন)
২. ইয়ুথ এন্ড এডলেসেন্ট ডেভেলপমেন্ট (ওয়াইএডি)
৩. জেন্ডার এন্ড গভর্নেন্স (জিএজি)
৪. ক্লাইমেট চেঞ্জ এন্ড এডাপটেশন (সিসিএ)
৫. স্কিলস এডুকেশন এন্ড ট্রেনিং (এসইটি)

উদ্দেশ্য:
১. দরিদ্রতা দূর করার ল¶্যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা;
২. শি¶ার হার বৃদ্ধি করা, বিশেষ করে সবার জন্য মানসম্পন্ন সার্বজনীন শি¶ার প্রসার ঘটানো;
৩. জনগণের বিশেষত: সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির জন্য ¯^াস্থ্য সেবা প্রদান ও তাদের ¯^াস্থ্য অধিকার নিশ্চিত করার উদ্যোগ নেয়া এবং ¯^াস্থ্য ও পুষ্টি মানের উন্নয়ন করা;
৪. জেন্ডার, জাতি, ধর্ম ও বর্ণ বৈষম্য দূরীকরণ এবং নারীর অধিকার ও ¶মতায়ন বৃদ্ধিকরণ;
৫. শিশুদের অধিকার নিশ্চিত ও সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিতকরণ ও উন্নয়ন করা;
৬. কিশোর-কিশোরী ও যুবকদের প্রজনন ¯^াস্থ্যসহ বিবিধ উন্নয়ন করা;
৭. মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস করা;
৮. এইচআইভি/এইডস, ম্যালেরিয়া, য¶াসহ বিভিন্ন সংক্রামক রোগ বিস্তার রোধে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যšত ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টি করা;
৯. টেকসই পরিবেশের ল¶্যে পরিবেশধ্বংসী কার্যক্রম বন্ধ, জীববৈচিত্র সংর¶ণ, সহায়ক পরিবেশ ও জন¯^াস্থ্য নিশ্চিত করা;
১০. জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা;
১১. সুশাসন ও অধিকার ভিত্তিক কার্যক্রম জোরদার করা;
১২. প্রশি¶ণ, প্রকাশনা, নেটওয়ার্কিং, এডভোকেসি, গবেণষণাসহ মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম জোরদার করা এবং সরকারি-বেসরকারী সংগঠনকে উন্নয়ন বিষয়ক সহায়তা প্রদান করা;
কার্যক্রম:
১. জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির দরিদ্রতা হ্রাস করার ল¶্যে ¶মতায়ণ ও সুদমুক্ত আয়বৃদ্ধিমূলক উদ্ভাবনী কর্মকান্ড পরিচালনা করা;
২. শহর ও গ্রামীণ দরিদ্র এবং ¯^ল্প আয়ের পরিবারের শিশু-কিশোর/ কিশোরীদের জন্য সার্বজনীন প্রাথমিক শি¶া প্রদান করা;
৩. সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ¯^াস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করে তোলা, ¯^াস্থ্যসেবা প্রদানকারী এবং সেবা গ্রহীতার মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা;
৪. সবার জন্য ¯^াস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণের ল¶্যে প্রজনন ¯^াস্থ্য, প্রাথমিক পরিচর্যা, পুষ্টি এবং মা ও শিশু ¯^াস্থ্য পরিচর্যা এবং পরিবার পরিকল্পনা জন্যে সমাজভিত্তিক ও ক্লিনিক ভিত্তিক ¯^াস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা; সংশ্লিষ্ট কর্তৃপ¶ের অনুমোদনক্রমে।
৫. জেন্ডার এবং জাতি, ধর্ম ও বর্ণ বৈষম্য দূর করার জন্য এবং পশ্চাদপদ নারীর অধিকার ও ¶মতায়নের জন্য সচেতনমূলক কর্মসূচি গ্রহণ করা ও বেকার লোকদের চাহিদা ভিত্তিক উন্নততর বৃত্তিমূলক প্রশি¶ণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থান কার্যক্রম পরিচালনা করা;
৬. শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং পথশিশু, অভিভাবকহীন শিশু, ঝুঁকিপূর্ণ কর্মে নিয়োজিত শিশু, প্রতিবন্ধী শিশু, বিশেষ প্রতিকুল পরিস্থিতির শিকারগ্রস্থ শিশু এবং পাচারকারীদের কাছ থেকে উদ্ধারকৃত শিশুদের জন্য আশ্রয়কেন্দ্র, শি¶া ও সচেতনমূলক কর্মকান্ড, দ¶তা উন্নয়ন বা বৃত্তিমূলক প্রশি¶ণ, কাউন্সিলিং, পুষ্টি ও ¯^াস্থ্য সেবা এবং পরিবার ও সমাজে পুনর্বাসনের ব্যবস্থা করা;
৭. কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের সংগঠিত করে তাদের জন্য উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা, প্রজনন ¯^াস্থ্য সম্পর্কে সতেচন করা এবং সমাজের বিদ্যমান উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা;
৮. এইচ. আই. ভি/ এইডস, ম্যালেরিয়া, য¶াসহ সংক্রামক রোগ প্রতিরোধ করার জন্য তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায়ে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা;
৯. টেকসহ পরিবেশ বজায় রাখার জন্য বনায়ন, জলাধার ও জীববৈচিত্র সংর¶ণে জনসচেতনতা সৃষ্টি করা, শহর ও গ্রামে জন¯^াস্থ্য র¶া অর্থ্যাৎ নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা, ¯^াস্থ্যসম্মত পায়খানা স্থাপন ও ব্যবহার নিশ্চিত করা, ময়লা-আবর্জনা ও বর্জ্য নিস্কাসন ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য কর্মকান্ড পরিচালনা করা;
১০. উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত কর্মী ও ¯ে^চ্ছাসেবীদের প্রশি¶ণ প্রদান এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠানকে উন্নয়ন বিষয়ক সহায়তা প্রদান করা এবং স্থানীয় সরকারী, বেসরকারী এবং প্রাইভেট সংস্থার সাথে নেটওয়ার্কিং, এডভোকেসি করা ;
১১. সুশাসন ও অধিকার ভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করা;
১২. সমাজ উন্নয়নমূলক গবেষণা, কনসালটেনসি, প্রকাশনা ও শি¶ামূলক উপকরণ তৈরী করা।