লগ ইন
 

Logo

অনুঘটক এর তথ্য সমূহ

অনুঘটক সংস্থার কার্যক্রম প্রতিবেদন ঃ-

অনুঘটক সংস্থা ২০০৫ ইং সাল থেকে কয়েকজন অবসপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী নিয়ে জনসচেতনতা ও দারিদ্র বিমোচন মূলক কাজ শুরু করেছে। নামকরনের তাৎপর্য হল বিজ্ঞানাগারে পটাসিয়াম ক্লোরেড থেকে অক্সিজেন গ্যাস তৈরীতে অধিক তাপ প্রয়োগ করতে হয়। অথচ সেখানে ম্যাজ্ঞানিজ ডাই অক্সসাইড অল্প তাপে নিরবে ক্যাটালাইটিক রিয়েজেন্ট বা প্রভাবকীয় বিক্রিয়া বা অনুঘটক হিসেবে ক্রিয়া করে প্রক্রিয়াকে তরান্বিত করে থাকে। ঐ পদার্থ ওজনে গঠনে অবিক্রিত থেকে যায়। অনুঘটক সংস্থা সেই ধরনের একটি সেবা মূলক বেসরকারি সংগঠন যা জনগণের সেবা করার জন্য সরকারের সঙ্গে মিডিয়া হিসাবে কাজ করে থাকে। ভবিষ্যতে সমগ্রহ বৃহত্তর দিনাজপুরে এর কার্যক্রম চালু করার পরিকল্পনা আছে। ২০২১ ইং সালের মধ্যে অত্র জেলায় নিম্নলিখিত প্রকল্পের জন্য একটি ২৪ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট পরিকল্পনা রয়েছে ঃ- (১) মাদকজাতদ্রব্য (২) পরিবেশ বান্ধব নার্সারী (৩) নারী ও শিশু নির্যাতন পাচার (৪) এইচ আইভি এইডস (৫) ধূমপান ও তামাকজাত দ্রব্য এবং (৬) মাশরুম চাষ (৭) দূর্নীতি/সন্ত্রাস প্রতিরোধ, (৮) শিশু অপরাধ সচেতন, (৯) কৃষি উন্নয়নের সকল কর্মসূচী, (১০) গবেষণা মূলক তথ্য পাঠাগার ইত্যাদি।

গত ১৫/০৪/০৬ ইং এবং ৩১/০৫/০৬ ইং তারিখে জেলা শিক্ষক প্রশিক্ষন কলেজে বিশ্ব তামাকমুক্ত দিবস, অত্র সংঘঠন, জেলা প্রশাসক ও করিতাসের সহযোগীতায় জেলায় প্রথমবারের মতন পালন করে। তৎকালীন অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক জনাব এস,এম এহসানুল কবিরের নেতৃত্বে সকলকে ধুমপান ও তামাক জাত দ্রব্য ত্যাগ করার শপথ বাক্য পাঠ করান অবসর প্রাপ্ত উপসচিব মরহুম মজিবর রহমান। পরবর্তীতে মাদব দ্রব্য অধিদপ্তরের সহযোগীতায় বিভিন্ন মাদকজাত দ্রব্যের অপব্যবহার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে গণসচেতনতা মূলক বিচিত্রানুষ্ঠান করা হয়।

গত ০৮/০৭/২০০৭ ইং তারিখে ধুমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন/ ২০০৫ বাস্তবায়ন জেলা টাস্কফোর্স কমিটির মিটিং হয় এবং উক্ত কমিটির সভাপতি ও জেলা প্রসাশক জনাব এ,এম সাইফুল হাসান সাহেবের উপস্থিতিতে কয়েকটি অনুষ্ঠান করা হয়।

গত ০৯/০৭/২০০৭ ইং তারিখ থেকে অদ্যাবর্ধি পর্যন্ত উক্ত টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত ক্রমে জেলায় এ যাবৎ ২৬টি স্কুল, কলেজ, অফিস, মসজিদ, মন্দির ইত্যাদিতে জনসচেতনতা মূলক মত বিনিময় সভা করা হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে পর্যায়ক্রমে প্রধান অতিথি হিসাবে সন্মানীত জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জেন ও সহকারী পরিচালক মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মাশরুম প্রশিক্ষণ দিয়ে প্রায় ১৭ জন সদস্যদের দারিদ্র বিমোচনের সহায়ক ভূমিকা হিসাবে মাশরুম চাষের সহযোগিতা করা হয়েছে। অপর দিকে নারী নির্যাতনের বিজ্ঞ জেলা জজ কোর্টের একটি মামলা মোছাঃ সিদ্দিকা বেগমের আপোষ মিমাংসা করে নিস্পত্তি করা হয়েছে। পরিবেশ বান্ধব নার্সারীর মাধ্যমে অত্র সংগঠনের সদস্যদের ফলজ ও বনজ বৃক্ষরোপনে উৎসাহিত করা হয়েছে। আমরা প্রতি বছর ১লা ডিসেম্বর বিশ্ব এইডস্‌ দিবস পালন করে থাকি। ইতোমধ্যে মাননীয় জাতীয় সংসদ সদস্য- ৩ আসন জনাব ইকবালুর রহিম অত্র সংগঠনের শুভাকাঙ্খী হয়ে বিশেষ আর্থিক সহায়তা দিয়েছেন। এ যাবৎ অত্র সংগঠনের সকল কার্যাদি সদস্যদের চাঁদা দিয়ে পরিচালিত হয়ে আসছে। এখানে উল্লেখ্য যে, আমাদের প্রধান কাজ হচ্ছে জনসচেতনতা মূলক কাজ করা।

অত্র প্রতিষ্ঠান জেলা প্রশাসক কর্তৃক ১৬ ডিসেম্বর/০৭ তারিখে বিজয় দিবস উপলক্ষে তামাক ও মাদকের উপরে ডিসপ্লে করায় ক্রেষ্ট উপহার প্রাপ্ত হয়।

গত ০৯/১০/২০১১ ইং তারিখে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় মোঃ জামাল উদ্দীন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় প্রাইমারী প্রশিক্ষণ ইন্সটিউট হল রুমে জাতিয় তামাক মুক্ত দিবস অনুষ্ঠানের শুভ উদ্ভবন করেন। সম্মতি মাদক ব্যবহার কারীদের জন্য নিরুপন ফরম তৈরী করা হয়েছে এবং শীঘ্রই আর্থিক সহায়তা পেলে জরীপ কাজ শুরু করা হবে। অত্র সংস্থার একটি সঞ্চয় হিসাবে স্থানীয় বাংলাদেশ ইসলামী ব্যাংক লিঃ দিনাজপুর শাখায় রয়েছে। যার হিসাব নং- ৯৭৪৭।

গত ডিসেম্বর/১১ মাসে জেলা এন.জি.ও সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রসাশক কার্যালয় দিনাজপুরে সংস্থার পক্ষে ২৬টি পুরাতন শীতবস্ত্র দুস্থদের মাঝে বিতরণের জন্য জমা দেওয়া হয়। হাটি হাটি পা পা করে কার্যক্রম চললেও অদুর ভবিষ্যতে একদিন এই সংগঠন স্বাবলম্বী হয়ে সেবা করে যাবে ইনশাল্লাহ।

বোচাগঞ্জ উপজেলা তেরালগাঁও গ্রামে গনেশ চন্দ্র রায়ের পুত্র মানিক চন্দ্র রায় গত ২৫/০৩/২০১২ ইং তারিখে বিকাল ৪টায় যৌতুকে জন্য স্ত্রী আশন্তি রানী (২৫) কে পিটিয়ে হত্যা করেছে। নারী নির্যাতনের বিরুদ্ধে অত্র অনুঘটক সংস্থা জেলায় কাজ করছে।

গত ০৬/০৪/২০১২ইং তারিখে সহকারী পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে দিনাজপুর অঞ্চলের সহযোগীতায় অত্র সংস্থার সদস্যা মরহুম মক্তিযোদ্ধার মাতা আলহাজ্ব শামছুন নাহারের কনিষ্ঠ মাদকাশক্ত সন্তানের সুচিকিৎসা দিয়ে ভাল করা হয়েছে।

গত ৩১/০৫/২০১২ ইং তারিখে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা স্থানয়ি পিটিআই হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আজিজুল ইমাম চৌধুরী, প্রশাসক, দিনাজপুর জেলা পরিষদ এবং বিশেষ অতিথিদ্বয় সহাকরী পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনাব মোঃ মকবুল হোসেন সরকার, সাবেক এ.এস.পি সদর সার্কেল জনাব এম.এ ফারুক। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সুপার।

গত ২৬শে জুন’১২ ইং তারিখে মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সফল ভূমিকা ও অবদান রাখার জন্য অনুঘটক সংস্থার পক্ষে নির্বাহী পরিচালক সাহেব জনাব মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু ক্রেস্ট ও সনদপত্র প্রধান অতিথি সাবেক জেলা প্রশাসক ও বর্তমান অতিরিক্ত সচিব মোঃ জামাল উদ্দিন আহমেদ এর নিকট হতে গ্রহণ করেন।

গত ৬ই সেপ্টেম্বর’১২ ইং তারিখে ডাব্লিউবিবি ট্রাস্ট ঢাকা কর্তৃক আয়োজিত রংপুর বিভাগীয় কর্মশালায় অসংক্রামক রোগের দিন ব্যাপি কার্মশালায় অংশ গ্রহণ করে সনদপত্র গ্রহণ করা হয়।

গত ২৬/০৯/১২ইং তারিখে দিনাজপুর সরকারি কলেজে মাদক/তামাকজাত দ্রব্যের কুফল সম্পর্কে একটি আলোচনা সভা করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর আহম্মদ হোসেন।

গত ২৮/১১/১২ ইং তারিখে স্থানীয় ইকো সার্ভ পলিটেকনিক ইনিটিটিউটে একটি নেশা মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মতবিনিময় সভা করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুকবুল হোসেন সরকার সহকারী পরিচালক মাদ্রক দ্রব্য অধিদপ্তর দিনাজপুর।

উল্লেখ যে, গত ২৭/১২/২০১২ ও ২৮/১২/২০১২ ইং তারিখে ২ দিন ব্যাপি স্থানীয় মানব পল্লী (হিজড়া পল্লীতে) মাশরুমের উপর ৩০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয। উক্ত উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে যথাক্রমে মাশরুম ডেভলবমেন্ট অফিসার জনাব মোঃ নাইমুল হুদা সরকার বিসিএস (কৃষি) এবং উপজেরা জনাব মোঃ মাইনুল ইসলাম সমাজ সেবা অফিসার উপস্থিত ছিলেন।

গত ০২/০১/২০১৩ ইং এ মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দিনাজপুর জেলার প্রায় ৩০ লক্ষ মানুষকে মাদকের ভয়াল গ্রাস থেকে উদ্ধারের জন্য প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব আহম্মদ শামীম আল রাজী এর নিকট মাদকাশক্তি জরিপের প্রস্তাব দিয়ে নির্বাহী পরিচালক বক্তব্য প্রদান করেন।
 
গত ১০/০১/২০১৩ ইং দিনাজপুর ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী পাহাড়পুরে মাদক ও তামাক জাতক দ্রব্যের কুফল সম্পর্কে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র দিনাজপুর জোনের মাদকদ্রব্য অধিদপ্তরের সহাকারী পরিচালক জনাব মোঃ মকবুল হোসেন সরকার। সভাপতি জনাব এলাহী বকস অধ্যক্ষ মহোদয় প্রায় ২০০ ছাত্র/ছাত্রী ও শিক্ষদের নেশা জাত দ্রব্যের “না” বলুন এবং ইউনিট ফর এনর্জিও সম্পাদক, দিনাজপুর কৃতি সন্তান জনাব সাহাদৎ হোসেন শাহ একটি শপথ বাক্য পাঠ করে সকলকে শপথ করান।

গত ৩০/০১/২০১৩ ইং তারিখে অত্র সংগঠনের নবম বার্ষিক সাধারণ সভা এবং তৃতীয় দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মকবুল হোসেন সরকার, সহকারী পরিচালক, মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চল, দিনাজপুর।

গত ২৮/০৪/২০১৩ ইং তারিখে এন,জি,ও বুৎরো, প্রধান মন্ত্রী কার্য্যলয়, ঢাকায় নিবন্ধনের জন্য আবেদনপত্র দাখিল করা হয়েছে।

গত ১৯/০৫/২০১৩ ইং তারিখে এন,জি,ও সমন্বয় সভায় উপস্থিত থেকে সংগঠনের কায্যক্রম পরিবেশন করা হয়।

গত ২৮মে’১৩ ইং অত্র সংস্থায় জেলার ইউনিট ফর এন,জি,ও’স এর সহ সাধারণ সম্পাদক হিসাবে সংগঠনের উন্নয়নের উপর ৫ মিনিট  বক্তব্য প্রদান করা হয়। ৩১ মে’১৩ বিশ্ব তামাকমুক্ত দিবস উৎযাবন করা হয় আমিনুল ইসলাম জনকল্যান ট্রাষ্ট কার্য্যালয়ের কক্ষে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র ১,২,৩ নং ওয়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলার মোছাঃ রোকেয়া বেগম লাইজু কর্তৃক লিফলেট বিতরন ক্যাম্পেইন সম্পন্ন করা হয়।

গত ২৬জুন’১৩ ইং দিনাজপুর ইন্সটিটিউটে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালী এবং শিশু একাডেমীতে আলোচনা সভায় অত্র সংগঠনের পক্ষে অংশগ্রহণ করা হয়।

গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০১৩ ইং তারিখে তথ্য মেলায় স্টল দেওয়া হয়েছিল এবং সেখানে একটি সনদপত্র ও ক্রেস্ট উপহার পাওয়া গিয়াছে।

গত ৩০/০৯/২০১৩ ইং তারিখে সংগীত ডিগ্রী মহাবিদ্যালয়ে মাদক ও তামাকের কুফল সম্পর্কে গণ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ৯/১০/১৩ ইং তারিখে স্থানীয় পিটিআই দিনাজপুর এ হল রুমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে দিনাজপুরে মাননীয় ভিসি জনাব মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসাবে জাতীয় তামাক মুক্ত দিবস আলোচনা সভায় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান বাংলাদেশ টিভিতে দেশ জনপদ অনুষ্ঠানে বিকাল ৬টায় সমপ্রচারিত হইয়াছে।

গত ১৯/০১/১৪ ইং তারিখে দিনাজপুর সিভিল সার্জন কার্য্যালয়ের সম্মেলন কক্ষে তাবিনাজ ও আরসিডিএ আয়োজনে ধূমপান ও তামাকদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) সংশোধন আইন/ ১৩ বাস্তবায়ন লক্ষ্যে আলোচনা সভা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আবু রায়হান মিঞা উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ধোয়াবিহীন তামাকজাত দ্রব্যের উপর অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক বক্তব্য রাখেন।

গত ০২/০২/১৪ ইং তারিখে মরন ব্যাধি এইডস এর উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার ১,২ ও ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলার রোকেয়া বেগম লাইজু।

গত ৩১/০৫/১৪ ইং তারিখে বিশ্ব তামাক মুক্ত দিবস সিভিল সার্জন কনফারেন্স রুমে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইদিনে পুলিশ ক্যাফেটেরিয়া ও সদর হাসপাতাল মোড়ে ১৬ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

গত ২৬/০৬/১৪ ইং তারিখে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়।

২৫/০৭/১৪ ইং তারিখে তামাক বিরোধী সংগঠনের সঙ্গে অনুঘটক সংস্থা কর্তৃক দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দিনাজপুর জেলা পাবলিক প্লেসে ধুমপানের বিরুদ্ধে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য মানব বন্ধন করা হয়।

২১/০৮/১৪ ইং তারিখে জেলা ট্রাষ্টর্ফোড কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন দিনাজপুরে স্মারক নং- সিএস/দিন/ধুমপান প্রতিরোধ/২০১৪/২৩২৭(২৫), তারিখ- ১৩/০৮/২০১৪ ইং মতে এডভোকেসি সভার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
 
গত ১২/১০/১৪ ইং তারিখে ৫ম তম জাতীয় তামাক মুক্ত দিবস সিভিল সার্জেন, দিনাজপুর সার্জন অফিস এর অডিটরিয়ামে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। তার আগে র‌্যালী হয়। উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ আনোরুল ইসলাম বাবলু নির্বাহী পরিচালক অণুঘটক সংস্থা, রামনগর, দিনাজপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি ডাঃ মাসতুরা বেগম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন, বিশেষ অতিথি হিসাবে আবাসিক মেডিকেল অফিসার ও জনাব মোঃ সাইফুল ইসলাম জেলা স্বাস্থ্য ও শিক্ষা অফিসার দিনাজপুর উপস্থিত ছিলেন।

গত ২০/১০/১৪ ইং তারিখে দিনাজপুর শহরে রামনগর এলাকায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল হয় এবং শেষে একটি আলোচনা সভা করা হয়। অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক সহ অন্যান্য সদস্যগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

২৬/১০/১৪ ইং তারিখে অনুঘক সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু সভাপতিত্বে এবং দিনাজপুর মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর জনাব মোঃ শাহনেওয়াজ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে পৌর এলাকার ১,২ও ৩ নং ওয়ার্ড এর মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলার রোকেয়া বেগম লাইজু, ১ নং ওয়ার্ডের কাউন্সিলার মোঃ রবিউল ইসলাম রবি, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফেডারেশনের সহ সম্পাদক মোঃ শাহদাৎ হোসেন শাহ ও টিআইবি দিনাজপুর শাখার এরিয়া ম্যানেজার সৌমেন্দ দাস উপস্থিত ছিলেন। মাদকে না বলি আলোচনা সভা শেষে রাতে মাদকের উপর প্রামন্য চিত্র প্রদর্শন করা হয়। সেখানে মাদকের বিরুদ্ধে এলাকা বাসিদের সঙ্গে নিয়ে মাদকাসক্তি ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকৃষ্ট করেন অনুঘটক সংস্থার সকল সদস্য। পৌর এলাকার ১২টি ওয়ার্ডের দায়িত্ব ১২ জন কার্যকরী কমিটির সদস্যদের উপর ন্যাস্ত করা হয়।

গত ২৭/১০/১৪ ইং তারিখে দৈনিক উত্তর বাংলায় প্রকাশিত খরবে জানা যায় কোতয়ালী থানা উথরাইল গ্রামের মাসুমের স্ত্রী লাভলী বেগম (২২) স্বামীর সঙ্গে ঝগড়া করে অভিমানে কীটনাশক দ্রব্য পান করে আত্মহত্যা করেছে। কীটনাশক আর ব্যবহার নয়। Sex Feroman পদ্ধতি ব্যবহার করে চাষবাদ করতে হবে। পরিবেশ বান্ধব আবাদ করে জলবায়ুর নিয়ন্তণে অত্র জেলার জন সাধারণকে সচেতন করতে হবে। অত্র সংস্থা ইতোমধ্যে এই বিষয়ে কাজ করছে।

গত ১৪/১১/১৪ ইং তারিখে অত্র সংস্থার অন্যতম সদস্য জনাব মোঃ আনিসুর রহমান, গোলাপবাগ এর দ্বিতীয় পুত্র ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র চয়ন মাদকাসক্ত হওয়ায় “অশ্রু” (মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, দিনাজপুর) এ চিকিৎসার জন্য ভর্ত্তির যাবতীয় ব্যবস্থা করে। ৩(তিন) মাস পর সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে।

গত ২১/১১/১৪ ইং তারিখে তৎকালীন মেজর জেনারেল মোঃ সালাহ উদ্দীন মিরাজ পিএসসি, জিওসি, ৬৬  পদতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া কর্তৃক সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ প্রেক্ষিত যোগদান করা হয়।

গত ২৯/১১/১৪ ইং তারিখে মাদকদব্য অধিদপ্তরের মহাপরিচালক সহ দিনাজপুর ইন্সটিটিউট হতে দিনাজপুর জেলা স্কুল পর্যন্ত র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ। গত ০১/১২/১৪ ইং তারিখে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সংস্থার পক্ষে র‌্যালীতে অংশ গ্রহণ এবং শিশু একাডেমীতে আলোচনা অনুষ্ঠান যোগদান।

গত ০৯/১২/১৪ ইং তারিখে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসে র‌্যালীতে অংশ গ্রহণ ও আলোচনা সভায় যোগদান। তাহা ছাড়া নারী দিবস পালন।

গত ১৬/১২/১৪ ইং তারিখে জাতীয় বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসোধে পুষ্পস্তবক দিতে যাওয়া হয় সদস্যদের নিয়ে। দুপুর ১২টায় বিরল ডিআইসি লাইট হাউসের অনুষ্টানে টার্গেট সদস্য ২৫০ জনের উপস্থিতিতে অতিথি হিসাবে অংশ গ্রহণ।

গত ২৮/১২/১৪ ইং তারিখে বিশ্ব নিরাপদ সড়ক ও জনসচেতনতা বিষয়ক আলোচনা সভায় অংশ গ্রহণ।

গত ১০/০২/১৫ ইং তারিখে জেলা মাদক নিয়ন্ত্রণ ও প্রচারনা কমিটির মিটিং-এ যোগদান। গত ১১ই ফেব্রুয়ারী’ ১৫ ইং তারিখে পল্লী শ্রী হল রুমে ওয়াল্ড ভিষন আয়োজিত শিশু সুরক্ষা ও প্রতিরোধ বিয়ক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ।

গত ৮ মার্চ’১৫ ইং তারিখে বিশ্বনারী দিবসে র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ।

গত ১০ মার্চ’১৫ ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে কাঞ্চন হল রুমে ১৭ই মার্চ ও ২৬শে মার্চ বিষয়ে প্রস্তুতি সভায় অংশ গ্রহণ।

গত ২১শে মার্চ’১৫ ইং তারিখে জেলা এন,জি,ও সমন্বয় সভা অনুষ্ঠীত হয়, স্থানীয় পর্যটন কেন্দ্র রামসাগর রেষ্ট হাউজে। সেখানে অংশ গ্রহন সংগঠনের পক্ষে করা হয়।

গত ২ শে মার্চ’১৫ বিশ্ব পানি দিবস উপলক্ষে ইউনিট ফর এন জিও’স সহযোগীতায় এন,জি,ও ফোরাম ফর পাবলিক হেলথ এর সহায়তায় দিন ব্যাপী সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয় এবং অংশ গ্রহন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সত্যেন্দ্র কুমার সরকার।

গত ২৪/০৩/১৫ ইং তারিখে দিনাজপুর লাইট হাউজ এইচ,এ,পি এসপি -৬ আয়োজিত বিরল ডি,আই,সি তে ত্রৈমাসিক সভা পি,এফ,সি (প্রজেক্ট ফ্যাসিলিয়েশন কমিটি) কর্তৃক অনুষ্ঠিত হয়। উক্ত কমিটির সভাপতি জনাব মোঃ আনোয়ারুল ইসলাম বাবলুর সভাপতিত্বে (নির্বাহী পরিচালক অনুঘটক সংস্থা) এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আতাউর রহমান, মোঃ তহিদুল ইসলাম প্রমুখ স্থানীয় ব্যক্তি বর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনাকরেন ডি,আই,সি ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম।

গত ৩০/০৩/২০১৫ ইং তারিখে তাবিনাজ দিনাজপুর শাখা আয়োজিত তামাক বিরোধী মানব বন্ধন অনুষ্ঠানে এবং প্রতিবাদ সভায় অংশ গ্রহণ।

গত বিশ্ব স্বাস্থ্য¨ দিবস অর্থাৎ ০৭/০৪/২০১৫ ইং তারিখে র‌্যালীতে অংশগ্রহণ এবং আলোচনা সভায় সদস্যদের নিয়ে দিন ব্যাপী উৎযাপন করা হয়।

গত ১৬/০৪/২০১৫ ইং দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সমেলন কক্ষে জেলায় কর্মরত সকল এনজিও’দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের এনজিও’র ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব নূরুন নবী তালুকদার মহোদয় উপস্থিত ছিলেন। অন্যানদের মধ্যে বক্তব্য দেন অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু ।

নিম্নে প্রতিবেদনের চিত্রসমূহঃ-

মার্চ ২০১৫ মাসের প্রতিবেদন নিম্নরুপ  

ক্রঃ নং 

প্রকল্পের নাম 

বার্ষিক লক্ষ্যমাত্রা 

মাসিক লক্ষ্যমাত্রা 

মাসিক অর্জন 

বার্ষিক উপকার ভোগীর সংখ্যা 

ক্রমপুঞ্চিতে অর্জন  

০১

মাদক জাত দ্রব্য

৪০০ জন

০১ জন

০১ জন

০৭ জন

৪৭৮ জন

০২

পরিবেশ বান্ধব নার্সারী

৪০০   ”

০১  ”

০১  ”

০৮ ”

৪২৫  ”

০৩

নারী ও শিশু নির্যাতন ও পাচার

০৫   ”

-

-

০১ ”

০৪ ”

০৪

এইচ,আই,ভি,এইডস

০১  ”

-

-

-

-

০৫

ধূমপান ও তামাক জাত দ্রব্য

১৫০০  ”

০১ ”

০১ ”

১৪ ”

১৪৪৪ ”

০৬

মাশরুম চাষ

৫০  ”

০১ ”

০১ ”

৭৩ ”

৭২ ”