লগ ইন
 

Logo

অনুঘটক এর সেবা সমূহ

মাদকজাদত দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা চিকিৎসা পরামর্শ

গত ১০/০১/২০১৩ ইং দিনাজপুর ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী পাহাড়পুরে মাদক ও তামাক জাতক দ্রব্যের কুফল সম্পর্কে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র দিনাজপুর জোনের মাদকদ্রব্য অধিদপ্তরের সহাকারী পরিচালক জনাব মোঃ মকবুল হোসেন সরকার। সভাপতি জনাব এলাহী বকস অধ্যক্ষ মহোদয় প্রায় ২০০ ছাত্র/ছাত্রী ও শিক্ষদের নেশা জাত দ্রব্যের “না” বলুন এবং ইউনিট ফর এনর্জিও সম্পাদক, দিনাজপুর কৃতি সন্তান জনাব সাহাদৎ হোসেন শাহ একটি শপথ বাক্য পাঠ করে সকলকে শপথ করান।গত ০৬/০৯/২০১৫ ইং তারিখে অনন্যা সংস্থার হল রুমে দিনাজপুর জেলার মাদক বিরোধী জোটের মিটিং-এ সকাল ১১.০০ টায় যোগদান করা হয় এবং সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর অঞ্চল এর সহিত স্বাক্ষাত করা হয়। এবং দিনাজপুরের ভয়াবহ মাদকদ্রব্য কুফল সম্পর্কে আগামীতে বিভিন্ন ওয়ার্ডে ও মহল্লায় আলোচনা এবং মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।গত ০৮/০৯/২০১৫ ইং হইতে ০৯/০৯/২০১৫ ইং পর্যন্ত ২ (দুই) দিন ব্যাপী দিনাজপুর ইনষ্টিটিউটে তথ্য মেলার স্টল দেয়া হয় এবং সেখানে সংগঠনের সাত প্রকল্পের কার্য্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গত ১০/০৯/২০১৫ ইং তারিখে সকাল ১১.০০ টায় জেলা প্রশাসক হল রুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারনা কমিটির সভা এবং বিকালে এন,জিও সমন্বয় সভার মিটিং-এ যোগদান করা হয়।

পরিবেশ বান্ধব নার্সারী

পরিবেশ বান্ধব নার্সারীর মাধ্যমে অত্র সংগঠনের সদস্যদের ফলজ ও বনজ বৃক্ষরোপনে উৎসাহিত করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন এবং পাচার রোধে ব্যাবস্থা গ্রহন

গত ১৯/১০/১৫ ইং তারিখে সদর উপজেলার এনজিও সমন্বয় সভায় স্বীয় সংগঠনের কর্মতৎপরতার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বর/১৫ মাসের প্রতিবেদন বিবরণী পাঠ করে শোনানো হয়। সিদ্ধান্ত ০৫ নং , ১০ নং , ১৩ নং অনুচ্ছেদে যথাক্রমে নারী ও শিশু মাশ-রুম প্রশিক্ষণ এবং মাদক ও তামাক বিরোধী কার্যক্রম তুলে ধরা হয়। গত ২৭, ২৮ ও ২৯ অক্টোবর/১৫ মোট ০৩ দিনের Gender and Child Protection Policy Development Workshop অনুষ্ঠিত হয় SUPK মিলনায়তন কাহারোলে। দিনাজপুর জেলা নারী ও শিশু সুরক্ষা এ্যালায়েন্স এর আয়োজনে উক্ত ০৩ দিন জেন্ডার ও শিশু সুরক্ষার পলিসির খোসড়া কৌসলপত্র প্রণয়ন করা হয়।০৭ নভেম্বরের মধ্যে স্ব-স্ব ই-মেইলে উক্ত খোসড়া সংশোধন পুনরায় তদন্ত করিয়া পাঠানোর জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। গত ০৭/১১/২০১৫ ইং তারিখে বিকাল ৪.০০ টায় দিনাজপুর মাশ-রুম বিপণন ও উৎপাদন সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত হই এবং উক্ত অনুষ্ঠানে উপজেলা সদর আওয়ামীলীগের সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এইচ, আই.ভি /এইডস সচেতনা ও প্রতিরোধ

গত ০১/১২/১৫ ইং তারিখে “বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে সিভিল সার্জেন কার্য্যালয় ‍দিনাজপুর হতে সকাল  ১০টায় র‌্যালী শেষে শিশু একাডেমী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং অংশ গ্রহন”।গত ০৯/১২/২০১৫ ইং তারিখে বিশ্ব দূর্নীতি ‍বিরোধ দিবস উপলক্ষ্যে শিল্প কলা একাডেমী হতে ‍বিকাল ৩টায় র‌্যালি শেষে ‍শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠানে অংশগ্রহন ।

ধূমপান ও তামাক জাত দ্রব্য বিরোধি কার্যক্রম

গত ১৫/০৪/০৬ ইং এবং ৩১/০৫/০৬ ইং তারিখে জেলা শিক্ষক প্রশিক্ষন কলেজে বিশ্ব তামাকমুক্ত দিবস, অত্র সংঘঠন, জেলা প্রশাসক ও করিতাসের সহযোগীতায় জেলায় প্রথমবারের মতন পালন করে। তৎকালীন অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক জনাব এস,এম এহসানুল কবিরের নেতৃত্বে সকলকে ধুমপান ও তামাক জাত দ্রব্য ত্যাগ করার শপথ বাক্য পাঠ করান অবসর প্রাপ্ত উপসচিব মরহুম মজিবর রহমান। পরবর্তীতে মাদব দ্রব্য অধিদপ্তরের সহযোগীতায় বিভিন্ন মাদকজাত দ্রব্যের অপব্যবহার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে গণসচেতনতা মূলক বিচিত্রানুষ্ঠান করা হয়।

মাশরুম চাষ

গত ০৯/০৭/২০০৭ ইং তারিখ থেকে অদ্যাবর্ধি পর্যন্ত উক্ত টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত ক্রমে জেলায় এ যাবৎ ২৬টি স্কুল, কলেজ, অফিস, মসজিদ, মন্দির ইত্যাদিতে জনসচেতনতা মূলক মত বিনিময় সভা করা হয়েছে। প্রতিটি অনুষ্ঠানে পর্যায়ক্রমে প্রধান অতিথি হিসাবে সন্মানীত জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জেন ও সহকারী পরিচালক মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মাশরুম প্রশিক্ষণ দিয়ে প্রায় ১৭ জন সদস্যদের দারিদ্র বিমোচনের সহায়ক ভূমিকা হিসাবে মাশরুম চাষের সহযোগিতা করা হয়েছে।

কৃষি উন্নয়ন কীটনাশক বিরোধী সচেতনতা ও বিভিন্ন পদ্ধতি প্রয়োগে উৎপাদন ।

গত ২৭/১০/১৪ ইং তারিখে দৈনিক উত্তর বাংলায় প্রকাশিত খরবে জানা যায় কোতয়ালী থানা উথরাইল গ্রামের মাসুমের স্ত্রী লাভলী বেগম (২২) স্বামীর সঙ্গে ঝগড়া করে অভিমানে কীটনাশক দ্রব্য পান করে আত্মহত্যা করেছে। কীটনাশক আর ব্যবহার নয়। Sex Feroman পদ্ধতি ব্যবহার করে চাষবাদ করতে হবে। পরিবেশ বান্ধব আবাদ করে জলবায়ুর নিয়ন্তণে অত্র জেলার জন সাধারণকে সচেতন করতে হবে। অত্র সংস্থা ইতোমধ্যে এই বিষয়ে কাজ করছে।