লগ ইন
 

Logo

Logo

দীপশিখা সম্পর্কে

 

প্রতিষ্ঠাকাল: ৫জুন’১৯৮৪

ভিশন:দারিদ্র মুক্ত, ন্যায্যতা ও শান্তিপূর্ন সমাজ প্রতিষ্ঠা।

আইনগত বৈধতা:সংস্থার নিবন্ধন সম্বর:

ক) সমাজ সেবা অধিদপ্তর: ১৬১/৮৪, তারিখ: ০৫/০৬/১৯৮৪

খ) এনজিও ব্যরো: ডিএসএস/এফডিও/আর-১৯০/৮৫, তারিখ: ২০/১১/১৯৮৫

গ) মাইক্রো ক্রেডিট রেগুলারিটি:০০৬৮১-০৪৫৪২-০০৩৪৯

ভূমিকা: দীপশিখা বাংলাদেশের উত্তরাঞ্চলের সমাজসেবা মূলক একটি বেসরকারী সংস্থা। মেশের প্রত্যান্তর গ্রাম এলাকার দরিদ্র, অবহেলিত ও পিছিয়ে পড়া জনগনের আর্থ সামাজিক উন্নয়নের জন্য ১৯৭৮ সাল হতে অপ্রিাতিষ্ঠানিকভাবে জনগনের উন্নয়নের কাজ শুরু করে। এর পর ১৯৮৪ সালে প্রাতিষ্ঠনিকভাবে এর কাযক্রম শুরু করে। দীপশিখা কর্ম এলাকার লক্ষ্যভুক্ত পরিবার সদস্যদের নিয়ে দল গঠণের মাধ্যমে সমন্বিত উন্নয়ন কাযক্রম নিয়ে কাজ শরু করে। দল গঠনের কাযক্রমের সাথে মূলত: পরিবারের একজন সদস্য জরিত হতে পারে।উন্নয়ন কাজের দায়-দায়িত্বও পরিবারের উপর বর্তায়। ফলে পরিবোরের সার্বিক উন্নয়নে পবরবারের সকল সদস্যের অংশ গ্রহন থাকে না। এজন্য সকল সদস্যের উন্নয়ন প্রক্রিয়ায় জড়িত করার লক্ষ্যে পরবর্তীতে দীপশিখা সমন্বিত পরিবার উন্নয়ন এ্যাপ্রোসে কাজ শুরু করে। ২০০২ সনে দীপশিখা প্রথম সিরাজগঞ্জ জেলার কাড়াশ উপজেলায় সমন্বিত পরিবার উন্নয়ন েএ্যাপ্রোসে কাজ শুরু হয়। এ ভালো ফলাফলের ভিত্তিতে বর্তমানে দিনাজপুর জেলায় বীরগঞ্জ এবং বোচাগঞ্জ উপজেলায় এই কাযক্রম শুরু করে।