লগ ইন
 

Logo

সোসাইটি ফর উদ্যোগ এর প্রকল্প সমূহ

প্রকল্পের শিরোনামঃ জনসম্পৃক্ততার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্প ।

প্রকল্পের লক্ষ্যঃ  প্রকল্প এলাকায় নারী নির্যাতন দূরীকরণ। 

 

প্রকল্পের উদ্দেশ্যঃ

১) সমাজে জনগন, সিভিল সোসা্টি ও ষ্টেকহোল্ডারদের ্তি বাচক দৃষ্টিভঙ্গী তৈরী করে নারী নির্যাতন বন্ধে প্রত্যক্ষ জনসম্পৃক্ততা বৃদ্ধি করা।

২) নির্যাতন সম্পর্কিত ঘটনাবলীর নিরিখে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম গ্রহন করা যা টেকস্ িঅধিকারভিত্তিক সমাজ হিসেবে বিবেচিত হবে।

৩) সিভিল সোসা্টির সম্পৃক্ততায় ্মন একটি ব্যবস্থা দাড় করা যার মাধ্যমে সেবাদানকারীগন নির্যাতিতদের প্রয়োজনীয় সহায়তা করবে এবং নারী নির্যাতন বন্ধে ভুমিকা রাখবে।

 

প্রকল্পের মেয়াদকালঃ  আগষ্ট ২০১৩ হতে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত।

মূল কার্যক্রমসমূহঃ

  • জনগনকে সঙ্গে নিয়ে পিআরএ  এবং বিভিন্ন ষ্টেকহোল্ডার ও সেবাদানকারীদের নিয়ে এফজিডি করা।
  • স্টাফদের বিভিন্ন বিষয়ে ওরিয়েন্টেশন।
  • স্টাফদের মাসিক সভা।
  • বিভিন্ন সামাজিক দল {VDC,  VAW free VDF, Different (Child, Women, Youth, Labor, Men) Groups, Different forums, UAS, UAG etc.}  এর সঙ্গে মাসিক / ত্রৈমাসিক  মিটিং।
  • ্উনিয়ন পরিষদ ( UP ) এর সাথে প্রকল্প বর্ননা বিষয়ে মিটিং ।
  • তথ্য অধিকার আ্নি (RTI), পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আ্নি (DVAW law)-২০১০, মর্যাদায় গড়ি সমতা বিষয়ে বিভিন্ন সামাজিক দলের সদস্যদের ওরিয়েন্টেশন।
  • জেন্ডার, নেতৃত্ব উন্নয়ন, যোগাযোগ, কষ্ট অফ ভাও (Cost of VAW), এপ্রোচ উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন ্ত্যিাদি বিষয়ে বিভিন্ন সামাজিক দলের সদস্যদের ট্রেনিং।
  • জাতীয় ও আন্তর্জাতিক দিবস উৎযাপন (আন্তর্জাতিক নারী দিবস, নারী নির্যাতন প্রতিরোধ দিবস, জাতীয় কন্যা শিশু ‍দিবস ও মানবাধিকার দিবস)।
  • স্কুল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু অধিকার, VAW বিষয়ে এবং মর্যাদায় গড়ি সমতা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা।
  • অধিকার বিষয়ে ধারনা প্রদানের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সেশন নেয়া।
  • বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান (থানা, হাসপাতাল, UP, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান) এর  সাথে লিংকেজ কর্মশালা।
  • লিগ্যাল ক্যাম্পে্ন।
  • পুলিশের সাথে কমিউনিটি ডায়লগ।
  • দম্পতি মেলা।
  • মানবাধিকার মেলা।
  • ফক সং।
  • পট শো।
  • পথনাটক।
  • হিন্দু বিবাহ রেজিঃ এবং তালাক আ্ন (law) বিষয়ে হিন্দু সম্প্রদায়ের সাথে মিটিং।
  •  শ্বশুর-শাশুড়ীর সমাবেশ।
  • গন সমাবেশ।
  • ফ্রি হেলথ ক্যাম্প।
  • মিডিয়া প্রতিনিধিদের প্রকল্প এলাকা পরিদর্শন এবং প্রেস ব্রিফিং। ্ত্যিাদি।

শিরোনাম: আয় বৃদ্ধিমূলক প্রকল্প

 

লক্ষ্য:

নিম্নবিত্ত মধ্যবিত্ত ও গ্রামীন দরিদ্র জনগনের আর্থসামাজিক ও জীবন যাত্রার মান উন্নয়ন সহ স্বনির্ভরতা অর্জন।

 

উদ্দেশ্য:

  • পারিবারিক আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি করা।
  • নারী ক্ষমতায়নে উৎসাহী করা।
  • কর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধকরণ।
  • র্ন (loan) প্রকল্পের মাধ্যমে সংগঠিত দরিদ্র জনগনকে দলীয় কার্যক্রমে উদ্বুদ্ধ করা ও সমাজের অব্যবহৃত সম্পদের উপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করা।
  • পুষ্টিহীনতা দূরীকরণে উদ্বুদ্ধকরণ।
  • সাংগঠনিক কাঠামো উন্নয়ন।
  • স্যানিটেশন বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ।
  • সঞ্চয়ের মাধ্যমে মূলধন বৃদ্ধি ও আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করা।
  • অসংগঠিত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও ভূমিহীন, গরীব ও দরিদ্র মানুষের মধ্যে একতা সৃষ্টি।
  • নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতন করা ও নির্যাতিতদের সেবা।
  • কৃষি কাজে আধুনিকায়নে সচেতনতা বৃদ্ধি।

 

প্রকল্পের শুরু: অক্টোবর ১৯৯৭ সাল।

 

প্রশিক্ষনসমূহ:

১) হিসাব সংক্রান্ত প্রাথমিক প্রশিক্ষন।

২) নেতৃত্ব বিকাশের উপর প্রশিক্ষন।

৩) নারী পুরুষের সম্পর্ক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন।

৪) সামাজিক অবস্থার উপর বিভিন্ন ্স্যিু ভিত্তিক প্রশিক্ষন।