লগ ইন
 

Logo

ব্র্যাক এর প্রকল্প সমূহ

কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি

খাদ্য ঘাটতির ফলে বিশ্ব জুড়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিল প্রবণতা এবং খাদ্য নিরাপত্তার উপর জলবায়ু বিরুপ প্রভাবের পেক্ষাপটে ব্র্যাক কৃষিখাতে তার কর্মপ্রয়াসকে জোরদার করে তুলেছে। আটটি দেশে পরিচালিত এই কর্মসূচিতে নতুন কৃষিপ্রযুক্তি, উদ্ভাবনমূলক আর্থিক সেবা, উৎপাদন ও বিপণনপদ্ধতিকে গুরুত্ব প্রদান করা হয়েছে।
এই কর্মসূচির লক্ষ্য দ্বিবিধ। প্রথমত, দরিদ্র কৃষকদের বসতবাড়িভিত্তিক প্রান্তিক কৃষিকর্মকান্ডে সহযোগিতা প্রদান করে বহুবিধ দারিদ্র দূরিকরণের উদ্যোগকে সহায়তা করা। এসব কর্মকান্ডের মধ্যে রয়েছে স্বল্প পরিসরে ফল ও সবজি চাষ এবং হাঁসমুরগি ও গবাদি পশুপালন। দ্বিতীয়টি হচ্ছে, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম। যেসব দেশে ব্র্যাকের কৃষি কর্মসূচি পরিচালিত হচ্ছে সেখানকার সামগ্রিক কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই দুটি উদ্যোগ একইসংগে কাজ করে যাচ্ছে।
দুই দশকেরও বেশি সময় ধরে দরিদ্র কৃষকের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার ফলে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে, গুনমানসম্পন্ন বীজ এবং তার নিশ্চিত সরবরাহ কৃষিভিত্তিক জীবিকার জন্য অতীব গুরুত্বপূরর্ণ। বর্তমানে বাংলাদেশে, উগান্ডা, তানজানিয়া, সিয়েরা নিওন, লাইবেরিয়া দক্ষিণ সুদান এবং হাইতিতে পরিবেশগত স্থায়িত্বশীলতাকে অক্ষুণ রেকে এসব দেশকে খাদ্যউৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করার উদ্যেশে ব্র্যাকের কর্মসূচি পরিচালিত হচ্ছে।

চ্যালেঞ্জিং দ্য ফ্রন্টিয়ার্স পোভার্টি রিডাকশন : টার্গেটিং দ্য

ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচি নামে একটি বিশেষ কর্মসূচি রয়েছে।
অর্থনৈতিক পিরামিডের ভিত্তিস্তরে বাস করে যারা, তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা
উন্নয়নের ক্ষেত্রে অতিদরিদ্র কর্মসূচি বিশেষ ভূমিকা পালন করে। নিজেদের নূন্যতম
খাদ্যচাহিদা পূরণ করতেও এই জনগোষ্ঠীকে অনেক কষ্ট করতে হয়। ক্ষুদ্রঋণ ও মূলস্রোতের
অন্যান্য দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় আসতে তারা সক্ষম হয় না। এই জনগোষ্ঠীকে
অর্থনৈতিক উন্নয়নের ধাপ অতিক্রমে সহায়তা করার লক্ষ্যে যেসব উদ্যোগ গ্রহণ করা
হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে সম্পদ হস্তান্তর, কর্মদক্ষতা উন্নয়ন এবং বিশেষ
স্বাস্থ্যসেবার সুবিধা। সর্বসাম্প্রতিক এক গুরুত্ব মূল্যায়ন গবেষনায় দেখা গেছে যে,
এ কর্মসূচির প্রায ৯৫ শতাংশ সদস্য অতিদারিদ্রের আবর্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে এবং
কর্মসূচির প্রথম ছয় বছরে এই ইতিবাচক পরিবর্তনগুলো পরিলক্ষিত হয়েছে। উদ্দিষ্ট
গনগোষ্ঠীর বেশিরভাগই ক্ষুদ্রঋণ তথঅ মূলস্রোতের সেবা গ্রহণ করতে সক্ষম হচ্ছে। দেশের
সীমানা ছাড়িয়ে ব্র্যাক আফগানিস্থান এবং ব্র্যাক পাকিস্থানসহ বিশ্বের বিভিন্ন দেশে
এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।