লগ ইন
 

Logo

নুরমিশন বাংলাদেশ এর প্রকল্প সমূহ

Education Assistance Program (EAP)

এডুকেশন এ্যাসিসটেন্স প্রোগ্রাম (ইএপি) দিনাজপুর জেলাসহ অন্যান্য জেলা রাজশাহী, নওগাঁ, ঢাকা ও মৌলভীবাজার জেলায় কার্যক্রম পরিচালনা করছে। নৃতাত্ত্বিক জনগোষ্ঠির মাঝে উচ্চ শিক্ষিত জনগোষ্ঠির হার বৃদ্ধি করা যেন তারা বৃহত্তর সমাজের মূলস্রোতধারায় পিছিয়ে না পড়ে এবং নিজেদের সমাজে ও বৃহত্তর সমাজে আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হয়। প্রকল্পের মাধ্যমে সাধারণ বৃত্তি,  মেডিকেল টেকনলজি (নার্সিং, প্যাথলজি প্রশিক্ষণ) বৃত্তি, এমবিএ, ইঞ্জিনিয়ার, বিডিএস, এমবিবিএস পড়ার জন্য বিশেষ বৃত্তি  সহায়তা প্রদান করে যাচ্ছে। 

Development and Leadership Program (DLP)

  • ডেভেলপমেন্ট লিডারশীপ প্রোগ্রাম (ডিএলপি) দিনাজপুর জেলাসহ অন্যান্য জেলা ঠাকুরগাঁও, গাইবান্ধা, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক (আদিবাসী) সাঁওতাল জনগোষ্ঠির মানব সম্পদ বিশেষ করে যুবক যুবতী ও শিশুদের উন্নয়ন ও তাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করা যেন তারা মর্যাদার সাথে জীবন যাপন করতে সক্ষম হয়।
  • ভুমি সংরক্ষন ও আয়মুলক কার্যক্রমঃ ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠি যেন জমি না হারায় সেই জন্য ভুমি সংরক্ষন ও ব্যবস্থাপনা প্রশিক্ষন/সেমিনারের আয়োজন করা ।
  • প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষাতর্থ বৃক্ষ চারা বিতরন কর্মসূচী গ্রহণ করা ।