লগ ইন
 

Logo

সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সেবা সমূহ

Annual Plan and Budget 2021

Plan VS Activities and Budget 2021

চলমান প্রকল্প

চলমান প্রকল্প:  বিল্ডিং ইন্টিগ্রিটি ব্লকস ফর ইফেক্টিভ চেঞ্জ (বিবেক)

(BIBEC-II – Building Integrity Blocks for Effective Change)

 

প্রকল্প মেয়াদকাল: সেপ্টেম্বর ২০২০ হতে ৩১ ডিসেম্বর ২০২১

TIB Founder & Board Of Trusty

TIB Founder & Board Of Trusty

ভিশন ও মিশন

ভিশনঃ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি স্বাধীন, দলীয় রাজনীতিমুক্ত এবং অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান। টিআইবি এমন একটি বাংলাদেশ দেখতে চায় যেখানে সরকার, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের জীবন হবে দুর্নীতির প্রভাব থেকে মুক্ত। 

 

মিশনঃ 

দুর্নীতির বিরুদ্ধে একটি জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে টিআইবি সক্রিয়, যাতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানে দুর্নীতিরোধ করা যায় এবং সেই সাথে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রশাসন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ দেশের সকল ক্ষেত্রে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবস্থা যাতে গড়ে ওঠে সে লক্ষ্যেই টিআইবি কাজ করছে।  

Annual Budegt and Activitie

Annual Budge and activity plan of CCC  Dinajpur.

পটভূমি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি স্বাধীন, দলীয় রাজনীতিমুক্ত এবং অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান। বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ চ্যাপ্টার হিসেবে টিআইবি কাজ করছে। টিআইবি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহিতার চাহিদা সৃষ্টি এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় ১৯৯৬ সাল থেকে একটি সামাজিক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করে। দুর্নীতি প্রতিরোধে আপামর জনগণের দাবি জোরদার করতে এবং গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ও নীতি পরিবর্তনে অনুঘটকের ভূমিকা পালনে সচেষ্ট রয়েছে টিআইবি। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে দেশের নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশের ৪৫টি এলাকায় টিআইবি’র অনুপ্রেরেণায় সচেতন নাগরিক কমিটি (সনাক) Committee of Concerned Citizens-CCC)-র নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।  দিনাজপুর সনাক ২০১০ সালের নভেম্বর মাসে গঠিত হওয়ার পর হতে দুর্নীতিবিরোধী কার্যক্রম শুরু হয়।

দুর্নীতির বিরুদ্ধে বিশ্ব আন্দোলনের প্রেক্ষিতে টিআইবি বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর বাংলাদেশ চ্যাপ্টার হিসেবে স্বীকৃত এবং সে হিসেবে আন্তর্জাতিক পরিম-লে টিআই-এর বিশ্বব্যাপী অন্যান্য চ্যাপ্টারগুলোর সাথে এক যোগে কাজ করে।

 

স্বপ্রণোদিত তথ্য প্রকাশ

টিআইবি স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের নীতি অবলম্বন করে।টিআইবি’র কাঠামো, ব্যবস্থাপনা, কর্মকৌশল ও পরিকল্পনা, চলতি কার্যক্রম, প্রতিবেদন ও মুল্যায়ন, সকল পলিসি ডক্যুমেন্ট ও ম্যানুয়েল, বাজেট, অর্থ ও হিসাব সম্পর্কিত সকল তথ্য জনগণের জন্য উন্মুক্ত ও টিআইবি’র ওয়েবসাইটে (www.ti-bangladesh.prg) সহজপ্রাপ্য। যে সকল তথ্য ওয়েবসাইটে বা অন্য প্রকাশনার মাধ্যমে পাওয়া যায়না তা ই-মেইল বা ফোনের মাধ্যমে পাওয়া যাবে।

 

তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী সচেতন নাগরিক কমিটি (সনাক), দিনাজপুর এর দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা
 

নাম: মোঃ আব্দুল হান্নান আজাদ 

পদবী: এরিয়া ম্যানেজার

সনাক-টিআইবি, দিনাজপুর 

মোবাইল: ০১৭৩০৭২৬৭৩৬, ফোন: ০৫৩১-৫১৮০৮

ই-মেইল: hannan@ti-bangladesh.org,  ccc.dinajpur@ti-bangladesh.org

 

আপীল কর্তৃপক্ষ

নাম: ড. ইফতেখারুজ্জামান

পদবী: নির্বাহী পরিচালক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

টেলিফোনঃ +৮৮০ ২ ৪৮১১৩০৩২, ৪৮১১৩০৩৩,  ৪৮১১৩০৩৬   ফ্যাক্স- + ৮৮০ ২ ৪৮১১৩১০১

ইমেইল: edtib@ti-bangladesh.org

 

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবিএর দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা

নাম: কুমার বিশ্বজিত দাশ

পদবী: ম্যানেজার, রিসোর্স অ্যান্ড ইনফরমেশন, টিআইবি

মোবাইল: ০১৭১৩-০৬৫০১৬, ইমেইল: bishwajit@ti-bangladesh.org

ওয়েবসাইট: www.ti-bangladesh.org