গ্রাম বিকাশ কেন্দ্র সম্পর্কে
গ্রাম বিকাশ কেন্দ্র-এর ভিশন:
দারিদ্র, শোষণমুক্ত ও শিক্ষিত এবং সকল মানুষের সম-মর্যাদা ও অধিকার সম্পন্ন পরিবেশ সচেতন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা।
গ্রাম বিকাশ কেন্দ্র-এর মিশন:
উত্তর পশ্চিমাঞ্চলের (পুরাতন রাজশাহী বিভাগ) অধিকার ও সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীর অংশ্গ্রহণ ও বহুপাক্ষিক অংশীদারিত্ব মূলক পদ্ধতিতে সেবা ও অধিকারভিত্তিক কাজের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন করা।
গ্রাম বিকাশ কেন্দ্র-এর মূল্যবোধ:
সম্মান এবং সমান অধিকার
সততা ও স্বচ্ছতা
জনগনের অংশগ্রহণ ও জবাবদিহিতা
মানসম্মত সেবা
নি-দলীয়, ধর্মনিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত মনোভাব
নারী-পুরুষের সমতা
পরিবেশগত সচেতনতা।
গ্রাম বিকাশ কেন্দ্র-এর নিবন্ধন:
01- 693/93, এনজিও বিষয়ক ব্যুরো, বাংলাদেশ সরকার, 16/03/1993,
02- এস-2361(204)/2000, জয়েন্ট স্টক কোম্পানি, 04/05/2000,
03- 01271-01016-00183, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, 16/03/2008।
গ্রাম বিকাশ কেন্দ্র-এর Strategic Focus Area:
SFA-1: জীবিকা উন্নত
SFA-2: মানসম্মত শিক্ষা ও সহায়তা প্রদান
SFA -3: স্বাস্থ্য অধিকার ও সেবা প্রচার
SFA -4: প্রচার জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমন
"SFA-5: মানুষের সম্ভাবনা উন্নতি দ্রুতগতি এবং
SFA -6: প্রতিষ্ঠানের জন্য প্রমিত প্রসেস ভূমিকা
গ্রাম বিকাশ কেন্দ্র-এর কর্মএলাকা:
গ্রাম/ওয়ার্ড: 2200 টি,
উপজেলা: 32 টি,
জেলা: 8 টি, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নীলফামারী, ঠাকুরগাও, নওগা, লালমনিরহাট ও গাইবান্ধা।
# যোগাযোগের ঠিকানা:
গ্রাম বিকাশ কেন্দ্র
হলদীবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর।
মোবা: 01713-163508
ইমেইল: gbkpbt@yahoo.com
ওয়েবসাইট: www.gbk-bd.org