লগ ইন
 

Logo

Logo

অনুঘটক সম্পর্কে

অনুঘটক সংস্থা ২০০৫ ইং সাল থেকে কয়েকজন অবসপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী নিয়ে জনসচেতনতা ও দারিদ্র বিমোচন মূলক কাজ শুরু করেছে। নামকরনের তাৎপর্য হল বিজ্ঞানাগারে পটাসিয়াম ক্লোরেড থেকে অক্সিজেন গ্যাস তৈরীতে অধিক তাপ প্রয়োগ করতে হয়। অথচ সেখানে ম্যাজ্ঞানিজ ডাই অক্সসাইড অল্প তাপে নিরবে ক্যাটালাইটিক রিয়েজেন্ট বা প্রভাবকীয় বিক্রিয়া বা অনুঘটক হিসেবে ক্রিয়া করে প্রক্রিয়াকে ত্বরান্বিত করে থাকে।

ঐ পদার্থ ওজনে গঠনে অবিক্রিত থেকে যায়। অনুঘটক সংস্থা সেই ধরনের একটি সেবা মূলক বেসরকারি সংগঠন যা জনগণের সেবা করার জন্য সরকারের সঙ্গে মিডিয়া হিসাবে কাজ করে থাকে। ভবিষ্যতে সমগ্রহ বৃহত্তর দিনাজপুরে এর কার্যক্রম চালু করার পরিকল্পনা আছে। ২০২১ ইং সালের মধ্যে অত্র জেলায় নিম্নলিখিত প্রকল্পের জন্য একটি ২৪ লক্ষ ৮০ হাজার টাকার বাজেট পরিকল্পনা রয়েছে ঃ- (১) মাদকজাতদ্রব্য (২) পরিবেশ বান্ধব নার্সারী (৩) নারী ও শিশু নির্যাতন পাচার (৪) এইচ আইভি এইডস (৫) ধূমপান ও তামাকজাত দ্রব্য এবং (৬) মাশরুম চাষ (৭) দূর্নীতি/সন্ত্রাস প্রতিরোধ, (৮) শিশু অপরাধ সচেতন, (৯) কৃষি উন্নয়নের সকল কর্মসূচী, (১০) গবেষণা মূলক তথ্য পাঠাগার ইত্যাদি।